স্বরূপকাঠিতে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ৬ মাসের জেল
স্বরূপকাঠিতে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৫) বাল্য বিবাহ ভেঙ্গে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
শুক্রবার দুপুরে এ ঘটনায় কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ঔদিন ছাত্রীর বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজে গিয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে বিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. জাহাঙ্গীর হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
এইচকেআর