টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠালো ইংল্যান্ড
কোনোমতে সুপার এইটে উঠে এসেছিলো ইংল্যান্ড। কিন্তু এই পর্বে এসে দুর্বার হয়ে উঠেছে তারা। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মত দলের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে।
এবার সেন্ট লুসিয়ায় গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বিশ্বের অন্যতম সেরা এই দুটি দেশ। এই ম্যাচে এইডেন মারক্রামের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া সম্পর্কে বাটলার বলেন, ‘ফ্রেশ উইকেট, দেখতে দারুণ উইকেট মনে হচ্ছে। আশা করছি ভালো একটি রান তাড়া করতে পারবো।’
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিক্স, এইডেন মারক্রাম, ট্রিস্টান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, ওটনিয়েল বার্টম্যান, অ্যানরিখ নরকিয়া।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, জনি বেয়ারেস্ট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আরচার, আদিল রশিদ, মার্ক উড ও রিসি টপলি।
এইচকেআর