ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। 

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপন। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। 

তাই এসকল কর্মকান্ড পরিচালনার সময় যাতে করে বৃক্ষনিধন করার প্রযোজন না পরে সে জন্য আমাদের পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে। এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হবার আহবান জানান উপাচার্য। 

এসময় আরও বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য ড. আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, প্রক্টর ড. আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন