ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

 মঠবাড়িয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬’শ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, তাহেরুনেসা নাসিমা, ওসি মো. রেজাউল করিম রাজিব, আ’লীগ সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. আরিফ উল হক, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান মিজু। 

আগামী ১৫ দিন ধরে চলবে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম কর্মসূচি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারকে ১ বান্ডিল করে ঢেউ টিন এবং ৫ হাজার টাকার করে চেক প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন