ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Motobad news

ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি: মুয়াযযম হোসাইন হেলাল

ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি: মুয়াযযম হোসাইন হেলাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

বক্তারা বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না।

তারা আরও বলেন, আমরা প্রত্যেকে নিজেদের আমল, আখলাক, ইমানকে আরও মজবুত করে আল্লাহর জন্য নিজেকে তৈরি করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানসহ অন্যরা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন