ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Motobad news

ভাবির কপাল ফাটালো দেবর 

ভাবির কপাল ফাটালো দেবর 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে বৃদ্ধা মা মনেজা খাতুন (৬০) কে মারধর করেছে ছেলে। এসময় মারধর ঠেকাতে গিয়ে পুত্রবধুর তাছনুর (২৮) কে ইট মেরে কপাল ফাটিয়ে দেয় ফরিদ (৩০)। 

গুরুতর আহত তাছনুর বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা হাসপাতালে রেফার্ড করেছেন। 

দরিদ্র তাছনুরের পরিবার টাকার অভাবে ভোলা নিয়ে চিকিৎসা করাতে না পেরে লালমোহন হাসপাতালে ভর্তি করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজারের উত্তর পার্শ্বে রফিজল ঘরামির বাড়িতে।  

বৃদ্ধা মনেজা বেগম জানান, দুই ছেলে মিলন ও ফরিদ একই ঘরে আলাদা থাকে। মিলন ঘরের সামনে অটোরিক্সায় চার্জ দেয়। সোমবার সকালে ছোট ছেলে ফরিদ মিলনের রিক্সা চার্জ দেয়ার জায়গায় গাছ ও টিন দিয়ে বেড়া দিতেছিল। আমি দেখে তাকে ডাক দিলে সে ঘরের বেড়া ভাংচুর শুরু করে। এতে মিলনের অটো রিক্সার মালামাল পরে যায়। ফরিদকে ডাক দিলে সে আমার গায়ে হাত দেয়। 

মারতে দেখে মিলনের স্ত্রী তাছনুর আমাকে ধরতে আসলে ফরিদ ছেড়ে দিয়ে সেখানে থাকা ভাঙা ইট সাজোরে তাছনুরকে মারে। ইট তাছনুরের কপালে লেগে ফেঁটে যায়। 

এ ব্যাপারে অভিযুক্ত ফরিদ বলেন, মা আমাকে জুতা দিয়ে মারধর করেছে এবং ভাবি ইট মেরেছে, সেই ইট ঠেকাতে গিয়ে তার কপাল কেটে গেছে।

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ  সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন