ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে শেষ মুহূর্তে জমে উঠছে পশু বেচাকেনা কাউখালীতে ৫০ শয্যার হাসপাতাল পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা, প্রজ্ঞাপন জারি কাউখালী হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ ছেলের বিলাসী জীবনের ছবি ভাইরাল, আস্থাভোটে ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১৫ ফুসফুস ক্যানসারে পবিপ্রবি অধ্যাপকের মৃত্যু বরিশালে সাবেক কাউন্সিলর গ্রেফতার  তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত
  • ভাবির কপাল ফাটালো দেবর 

    ভাবির কপাল ফাটালো দেবর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বৃদ্ধা মা মনেজা খাতুন (৬০) কে মারধর করেছে ছেলে। এসময় মারধর ঠেকাতে গিয়ে পুত্রবধুর তাছনুর (২৮) কে ইট মেরে কপাল ফাটিয়ে দেয় ফরিদ (৩০)। 

    গুরুতর আহত তাছনুর বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

    হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা হাসপাতালে রেফার্ড করেছেন। 

    দরিদ্র তাছনুরের পরিবার টাকার অভাবে ভোলা নিয়ে চিকিৎসা করাতে না পেরে লালমোহন হাসপাতালে ভর্তি করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজারের উত্তর পার্শ্বে রফিজল ঘরামির বাড়িতে।  

    বৃদ্ধা মনেজা বেগম জানান, দুই ছেলে মিলন ও ফরিদ একই ঘরে আলাদা থাকে। মিলন ঘরের সামনে অটোরিক্সায় চার্জ দেয়। সোমবার সকালে ছোট ছেলে ফরিদ মিলনের রিক্সা চার্জ দেয়ার জায়গায় গাছ ও টিন দিয়ে বেড়া দিতেছিল। আমি দেখে তাকে ডাক দিলে সে ঘরের বেড়া ভাংচুর শুরু করে। এতে মিলনের অটো রিক্সার মালামাল পরে যায়। ফরিদকে ডাক দিলে সে আমার গায়ে হাত দেয়। 

    মারতে দেখে মিলনের স্ত্রী তাছনুর আমাকে ধরতে আসলে ফরিদ ছেড়ে দিয়ে সেখানে থাকা ভাঙা ইট সাজোরে তাছনুরকে মারে। ইট তাছনুরের কপালে লেগে ফেঁটে যায়। 

    এ ব্যাপারে অভিযুক্ত ফরিদ বলেন, মা আমাকে জুতা দিয়ে মারধর করেছে এবং ভাবি ইট মেরেছে, সেই ইট ঠেকাতে গিয়ে তার কপাল কেটে গেছে।

     

    লালমোহন থানার অফিসার ইনচার্জ  সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ