ভোলায় অস্ত্রসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক
ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি এবং চারটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৪ নভেম্বর) ভোররাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ
আটক আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন—ভোলা সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন। এ ছাড়াও কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী শেখ ফরিদ, মো. কামাল ও আল আমিন।
আটককৃতরা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, তিনটি ছুরি ও একটি চাপাতিসহ তাদের আটক করা হয়।
লেফটেন্যান্ট রিফাত আহমেদ বলেন, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলেন বলে জানা যায়। এ ছাড়াও আটককৃত মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত সন্ত্রাসীদের এবং জব্দকৃত সকল আলামতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর