ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

Motobad news

বরিশালে অশ্বিনী কুমার দত্তের মৃত্যুবার্ষিকী পালন

বরিশালে অশ্বিনী কুমার দত্তের মৃত্যুবার্ষিকী পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আধুনিক বরিশাল গড়ার কারিগর মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১০১তম মৃত্যুবার্ষিকী বিএম কলেজসহ তার প্রতিষ্ঠিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কোনো কর্মসূচি পালন করেননি।

তবে বিগত বছরের মতো এবারেও অশ্বিনী কুমার দত্তকে স্মরণ  করেছে বিএম কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। 

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কবি জীবনান্দ দাশ চত্বরে প্রদীপ জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। 

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাস বলেন, উত্তরণ প্রতিবছর মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে স্মরণ করা আমাদের সকলের দায়িত্ব। 

তিনি আরও বলেন, আমরা বহু বছর ধরে দাবি করে আসছি কলেজ ক্যাম্পাসে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের একটি মুর‌্যাল স্থাপনের জন্য দাবি করছি যেনো তার একটি মুর‌্যাল কলেজে  স্থাপন করা হয়।

উল্লেখ্য, অশ্বিনী কুমার দত্ত ১৯৫৬ সালের ২৫ জানুয়ারি পটুয়াখালী জেলার লাউকাটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৪ সালের ২৭ জুন বিএম স্কুল এবং ১৮৮৯ সালের ১৪ জুন বিএম কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি বিএম স্কুল ও কলেজে ১৭ বছর শিক্ষকতা করেন। ১৯২৩ সালের ৭ নভেম্বর বাংলা ১৩০০ সালের ২১ কার্তিক বুধবার  তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন