ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাধীন রাজ্জাক খান সড়ক থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

গ্রেফতারকৃত হল নগরের বাঘিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলী আকনের ছেলে  জসিম আকন (৪০। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) মো. আল আমিন নাইমের নের্তৃত্বে একটি টিম সোমবার রাত আড়াইটায় রাজ্জাক খান সড়কে অভিযান চালান। এসময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি জসিম আকনে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন