বরিশালে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


বরিশাল নগরীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৩০ জুন রোববার রাত ১২ টায় নগরের ২২ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদ সারণি লেনের একটি ভবনের ছাদ থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।
আটককৃত হল, বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি ৭ নম্বর ওয়ার্ডের চরকাউয়া এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে বাদল হাওলাদার (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই রাকিব হোসাইনের নের্তৃত্বে একটি টিম গত ৩০ জুন রোববার রাত ১২ টায় নগরের ২২ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদ সারণি লেনের শামীম টাওয়ার নামক পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের পশ্চিম পাশের রুমের সামনে অভিযান চালান। এসময় বাদল হাওলাদারকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর
