ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা 
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার

    ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

    গতকাল শুক্রবার রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

    শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

    গ্রেপ্তারকৃতরা হলেন, লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২৬) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।

    র‌্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত জানান, তাঁর নেতৃত্বে র‌্যাব-৮-এর একটি দল শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। 

    তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোশারফ পেশায় একজন অটোরিকশাচালক। এর আড়ালে তিনি ঢাকার মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। 

    পাশাপাশি তিনি মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

    অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি। কিন্তু মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক কারবারে তিনি জড়িত। র‌্যাব জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। 

    এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ