ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিক্ষক সংকট নিরসনসহ আট দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে তারা এই শাটডাউন ঘোষণা করেন।


শিক্ষার্থীদের দাবিগুলো হলো শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রি-টেক ফি কমানো, শতভাগ আবাসন ব্যবস্থা, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা এবং ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা।

কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদের বেপারী বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব যৌক্তিক দাবি রয়েছে, তা অবশ্যই মেনে নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন