ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

বাকেরগঞ্জে ঢাকাগামী পরিবহন খাদে পড়ে ২০ যাত্রী আহত 

বাকেরগঞ্জে ঢাকাগামী পরিবহন খাদে পড়ে ২০ যাত্রী আহত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল- কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকায় ঢাকা গামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) বুধবার বেলা ১১টার দিকে বোয়ালিয়ার কাঠের পোল নামক স্থানে। স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বাসটি পথে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার ফলে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন