বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের সমাবেশে কানায় কানায় পূর্ণ ছিল বেলস্ পার্ক মাঠ

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল বেলস্ পার্ক মাঠে সমাবেশ করেছে ইসলামী ও সমমনা ৮ দল।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বেলস্ পার্ক মাঠ ।েএর
এর আগে সোমবার সন্ধ্যা থেকেই বরিশালের বিভিন্ন জেলা থেকে ইসলামী ও সমমনা ৮ দলের নেতাকর্মীরা মাঠে জড়ো হতে শুরু করেন। মঙ্গলবার ভোর থেকে নামতে থাকে তাদের ঢল।
সকালে বেলস্ পার্ক মাঠ এবং আশপাশের এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের সরব উপস্থিতি। মাঠজুড়ে ছিল পদচারণা আর স্লোগানে মুখর পরিবেশ।
সরেজমিনে দেখা গেছে, বাস, লঞ্চ, অটো রিকশা, মাহিন্দ্রাসহ বিভিন্ন যানবাহন এবং পায়ে হেটে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা বেলস্ পার্ক মাঠের দিকে অগ্রসর হচ্ছে। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, হাতপাখাসহ বিভিন্ন প্লাকের্ড। এছাড়া কারও গায়ে ছিল সাদা গেঞ্জি।
এইচকেআর