ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • সুপারভাইজারকে মারধর

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির ৮রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বরিশাল রুপাতলী আন্ত:জেলা বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের নিজেদের দ্বন্দ্বে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

    এঘটনায় শ্রমিক ও মালিক পক্ষের দুজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মমিনিবাস মালিক সমিতির যুগ্ম সসাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, অনাকাঙ্খিত একটি ঘটনার কারনে আপাতত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ রুটে বাস বন্ধ রয়েছে। আমরা মিমাংসার চেষ্টা করতেছি। 

    প্রত্যক্ষদর্শী শ্রমিক মেহেদী বলেন, বরিশাল-খুলনা রুটের সরাসরি বাস সার্ভিস "সোহাগ পরিবহনে" লোকাল যাত্রী উঠাচ্ছিলো। এসময় বরিশাল- পিরোজপুর রুটের লোকাল গাড়ী "সৌদিয়া পরিবহনের"  সুপারভাইজার সাইদুল ইসলাম (২৬) যাত্রী তুলতে বাধা দেয়। এ থেকে শুরু হয় দু'পক্ষের কথাকাটাকাটি। একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সৌদিয়া গাড়ির সুপারভাইজার  সাইদুলের একটি হাত ভেঙে যায়। এর পর দুপুর ১টা থেকে ঘটনার বিচার দাবিতে বরিশাল-ঝালকাঠি সহ ৮ রুটের সকল বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকের একটি অংশ।
    ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আহত সাইদুল বলেন, 'ডাইরেক্ট গাড়ীতে লোকাল যাত্রী উঠতে বাধা দেয়ায় আমার উপর হামলা চালিয়েছে সোহাগ পরিবহনের ষ্টাফ শাহিন (২৫)'।  তবে এবিষয়ে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে কেউ রাজী নন।
    শনিবার বিকেল পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় ভোগান্তিতে পরেছে যাত্রীরা। ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী সুলতান আহম্মেদ ৩৩) বলেন, নিজেদের তুচ্ছ ঘটনার জন্য আমাদের ভোগান্তির যেনো শেষ নেই। একই রুটের যাত্রী রুকাইয়া বেগম (৩৫) বলেন, বরিশাল মেডিক্যালে রোগী দেখতে রওনা হয়েছি বাসস্ট্যান্ড এসে শুনি বাস বন্ধ এখন অটোতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হবে। অরেক যাত্রী জামাল হোসেন (৪০) বলেন ক'দিন পরপরই এই রুটে নিজেদের দন্দে বাস বন্ধ হয়। এর একটা স্থায়ী সমাধান দরকার।
    ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, সন্ধ্যা সারে ৬টায় আমরা জরুরী সভা ডেকেছি। আশাকরি বিষয়টি সমাধান করা যাবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ