ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • সুপারভাইজারকে মারধর

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির ৮রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বরিশাল রুপাতলী আন্ত:জেলা বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের নিজেদের দ্বন্দ্বে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

    এঘটনায় শ্রমিক ও মালিক পক্ষের দুজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মমিনিবাস মালিক সমিতির যুগ্ম সসাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, অনাকাঙ্খিত একটি ঘটনার কারনে আপাতত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ রুটে বাস বন্ধ রয়েছে। আমরা মিমাংসার চেষ্টা করতেছি। 

    প্রত্যক্ষদর্শী শ্রমিক মেহেদী বলেন, বরিশাল-খুলনা রুটের সরাসরি বাস সার্ভিস "সোহাগ পরিবহনে" লোকাল যাত্রী উঠাচ্ছিলো। এসময় বরিশাল- পিরোজপুর রুটের লোকাল গাড়ী "সৌদিয়া পরিবহনের"  সুপারভাইজার সাইদুল ইসলাম (২৬) যাত্রী তুলতে বাধা দেয়। এ থেকে শুরু হয় দু'পক্ষের কথাকাটাকাটি। একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সৌদিয়া গাড়ির সুপারভাইজার  সাইদুলের একটি হাত ভেঙে যায়। এর পর দুপুর ১টা থেকে ঘটনার বিচার দাবিতে বরিশাল-ঝালকাঠি সহ ৮ রুটের সকল বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকের একটি অংশ।
    ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আহত সাইদুল বলেন, 'ডাইরেক্ট গাড়ীতে লোকাল যাত্রী উঠতে বাধা দেয়ায় আমার উপর হামলা চালিয়েছে সোহাগ পরিবহনের ষ্টাফ শাহিন (২৫)'।  তবে এবিষয়ে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে কেউ রাজী নন।
    শনিবার বিকেল পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় ভোগান্তিতে পরেছে যাত্রীরা। ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী সুলতান আহম্মেদ ৩৩) বলেন, নিজেদের তুচ্ছ ঘটনার জন্য আমাদের ভোগান্তির যেনো শেষ নেই। একই রুটের যাত্রী রুকাইয়া বেগম (৩৫) বলেন, বরিশাল মেডিক্যালে রোগী দেখতে রওনা হয়েছি বাসস্ট্যান্ড এসে শুনি বাস বন্ধ এখন অটোতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হবে। অরেক যাত্রী জামাল হোসেন (৪০) বলেন ক'দিন পরপরই এই রুটে নিজেদের দন্দে বাস বন্ধ হয়। এর একটা স্থায়ী সমাধান দরকার।
    ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, সন্ধ্যা সারে ৬টায় আমরা জরুরী সভা ডেকেছি। আশাকরি বিষয়টি সমাধান করা যাবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ