বরিশাল থেকে সারাদেশে ট্রাক চলাচল বন্ধের হুঁশিয়ারী

অগ্রিম আয়কর বাতিল, চালক লাইসেন্স এবং নিরাপদ কর্মপরিবেশসহ ১৫ দফা দাবিতে বরিশাল থেকে সারাদেশে কর্মবিরতির হুঁশিয়ারী দিয়েছেন পণ্যবাহী ট্রাক মালিক-চালক নেতৃবৃন্দ। আগামি ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে টানা ৭২ ঘন্টা কর্মবিরতি পালন করবেন তারা। বুধবার বরিশাল জেলা ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত নগরীর গড়িয়ারপাড়ে সংগঠন কার্যালয়ে আন্দোলন সংক্রান্ত প্রস্তুতি সভায় এই হুঁশিয়ারী দেয়া হয়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লার সার্বিক সহযোগিতায় বিভাগীয় ট্যাংলরী মালিক সমিতির সভাপতি আনোয়ার শিকদার’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন’র অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ্।
এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ইউনুস ব্যাপারী, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। বক্তারা দেশের সড়ক পরিবহন শিল্পের পণ্য পরিবহন খাতে অন্যায় অবিচারের শিকার মালিক শ্রমিকদের জীবন জীবিকা এবং শান্তিপূর্ণ ভাবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১৫ দফা দাবি কার্যকর করতে কর্মবিরতির ঘোষণা দেন।
এমবি