আগৈলঝাড়ায় দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পান বরজ

বরিশালের আগৈলঝাড়ায় রাতের আঁধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে লক্ষাধিক টাকার পান বরজ নষ্ট হয়ে গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরিয়ালী গ্রামের মৃত আলমগীর হাওলাদারের ছেলে হান্নান হাওলাদারের পান বরজে গত সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে বেশিরভাগ পান গাছের লতা পুড়ে গেছে। হান্নান হাওলাদার বলেন, আমি ২০ শতক জমির উপর শতাধিক পান গাছের চারা রোপন করি। সোমবার রাতের আঁধারে পান বরজের ভিতর প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পান বরজে গেলে দেখতে পাই আগুনে বেশিরভাগ পান পাতা পুড়ে গেছে। আগুনের তাপে প্রতিটি গাছ ঢলে পড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কেউ শত্রুতা উদ্ধার করতে পান বরজে আগুন দিয়েছে বলে দাবি তার। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মঙ্গলবার বিকালে থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান হান্নান হাওলাদার।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমবি