নাজিরপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আশরাফুজ্জামান

পিরোজপুর জেলার সাত থানার মধ্যে আগস্ট মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাজিরপুর থানার শেখ আশরাফুজ্জামান।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান তাকে পুরস্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, এটি একটি সম্মান। আমরা প্রত্যেকটি থানার দৈনন্দিন কার্যক্রম সামগ্রিক বিবেচনা ও পর্যালোচনা করে তাদের এই সম্মানটি প্রদান করে থাকি। এজন্য তাদের কাজে আরো উৎসাহ বাড়বে বলে আমি মনে করি।
এ ব্যাপারে ওসি শেখ আশ্রাফুজ্জামান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এই পুরষ্কারের জন্য আমার কাজ আরো বেগবান হবে।
এমবি