কাঠালিয়ায় জোয়ারের পানিতে উপজেলা পরিষদসহ নিম্নাঞ্চল প্লাবিত

ঝালকাঠির কাঠালিয়া অমাবশ্যার জোয়ারের পানিতে উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। অমাবস্যার অতিরিক্ত জোয়ারে বিষখালী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ থেকে পানি প্রবেশ করেছে লোকালয়। এতে তলিয়ে গেছে নিম্ন এলাকার বসত ঘর, উপজেলা পরিষদ মাঠ ও কাঁচা-পাকা সড়ক, ফসলের মাঠ, মাছের ঘের, পানের বরজ, পোল্ট্রি ফার্ম ও খামারসহ অসংখ্য স্থাপনা ।
স্থানীয়রা জানান, বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় নদীর তীরবর্তী উপজেলা পরিষদ, কাঠালিয়া লঞ্চঘাট, বড় কাঠালিয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, জয়খালী, চিংড়াখালী, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ার দরিয়ার চর, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, আমুয়াসহ নিম্নাঞ্চল এলাকাগুলো পানিতে তলিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ বিষখালী নদীর ঝালকাঠির কাঠালিয়া অংশে অতিদ্রুত বেড়ি বাঁধ নির্মাণ না করলে কাঠালিয়া উপজেলা পরিষদসহ অসংখ্য স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।
মোঃ আসাদুজ্জামান সোহাগ/এমবি
এমবি