ন্যাপ এর সাবেক সভাপতি শেখ আব্দুল লতিফ এর মৃত্যুবার্ষিকী আগামীকাল

আগামীকাল ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বরিশাল জেলা ন্যাপ এর সাবেক সভাপতি প্রয়াত শেখ আব্দুল লতিফ এর ২৩ তম মৃত্যুবার্ষিকী।
শেখ আব্দুল লতিফ ছিলেন দেশমাতৃকার মুক্তির মন্ত্রে দীক্ষিত, মেহনতি মানুষের শোষণ মুক্তির আমৃত্যু পথযাত্রী। যৌবনের ঊষালগ্নে নিজ অঞ্চল স্বরূপকাঠিতে দ্রোহের বীজ বুনেছিলেন শেখ আব্দুল লতিফ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানি জমানার ভিতকে শুরুতেই “ইয়ে আজাদি ঝুটা হ্যায়” স্লোগান তুলে এলাকাবাসীকে চমকে দিয়েছিলেন তিনি। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি মেহনতি কৃষক সমাজকে সংগঠিত করার কাজে নিজেকে উৎসর্গ করে গেছেন যে মানুষটি - তিনি শেখ আব্দুল্লাহ লতিফ।
শুধু রাজনৈতিক অঙ্গনে সক্রিয় পদচারণা নয়, প্রচার কাজে শেখ আব্দুল লতিফের ব্যবসায়িক প্রতিষ্ঠান “যুগবাণী“ প্রেসের সহায়তা নেননি এমন প্রগতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই দেশের দক্ষিণাঞ্চলে। কোষাধ্যক্ষ থেকে সভাপতি- বরিশাল জেলার সকল দায়িত্বই তিনি পালন করেছেন সফল ভাবে।
আগামীকাল আসরবাদ মেজ ছেলে শেখ মিজানুর রহমানের সিঅ্যান্ডবি রোড চৌমাথার বাসায় প্রয়াতের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
এমবি