ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • কলাপাড়ায় জানালার গ্রিল ভেঙে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি

    কলাপাড়ায় জানালার গ্রিল ভেঙে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় একটি বাসার জানালার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে  সোনাদানা, নগদ টাকা লুট করে পালাল অজ্ঞাতনামা চোরেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কলাপাড়া পৌর শহরের বড় কলবাড়ি পিছনে এ চুরির ঘটনা ঘটেছে।

    বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগ ও স্থানীয় সূত্র জানা গেছে, বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন পৌর শহরের মদিনা ইলেকট্রনিক্স মোবাইল ও ইলেকট্রনিক্সর মালামাল বিক্রির টাকা নিজ বাসায় রেখে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
    ঘটনার দিন বিকেলে নিজ বাসায় এসে দেখে বাসার ভিতরের রুমের পূর্ব পাশের গ্রিল ভাঙা ও ঘরের মেঝেতে পুরনো কাপড় চোপড় ছড়ানো ছিটানো।

    তার দাবি রাতে চোরেরা বাড়িতে হানা দেয়। জানলার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।
    আলমারির তালা ভেঙে সেখান থেকে নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকাসহ বেশ কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে নেয়।

    এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার  এসআই আল-আমিন বলেন, ঘটনা স্থান পরিদর্শন করা হয়েছে, রাতে বাসায় কেউ ছিল না, এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাড়িতে হানা দেয়। অভিযোগ তদন্ত করে চোরদের আইনের আওতায় আনা হবে।

     

    আলমগীর শিকদার/ এমবি


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ