কাঠালিয়ার ছেলে হত্যার বিচার চেয়ে পিতা-মাতার সংবাদ সম্মেলন


ঝালকাঠি জেলার কাঠালিয়ায় ছেলে শান্তকে হত্যার অভিযোগ এনে হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা -মা । ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে রবিবার বেলা সাড়ে ১২ টায় এই সংবাদ সম্মেলন করেন তারা ।
সংবাদ সম্মেলনে শান্তর মা সাথী রানী হালদার, বাবা তপন হালদার লিখিত বক্তব্যে বলেন, ২০১৯ সালের ২১ ফেব্রয়ারি দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে ছেলে শান্ত হালদার পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে পার্শ্ববর্তী এলাকার স্মৃতি রানী, স্বামী রিপন এতবার বাড়িতে যায় । তারপর থেকে শান্তকে খুঁজে পাওয়া যায় না।
অনেক খোঁজাখুঁজির পরে,পরের দিন সকাল সারে ৬ টার দিকে বাড়ির পশ্চিম পাশে সৈয়দ বশির মীরার চাষের ফাঁকা জমির উপর থেকে শান্ত হাওলাদারের মৃত্যু দেহ উদ্ধার করা হয় । সেসসময় ছেলের মৃতদেহের ডান পাশে ও গলায় থেঁতলানো জখমের চিহ্ন দেখতে পাই । এ ঘটনায় ঐ বছরের ২২ ফেব্রয়ারি কাঠালিয়া থানায় অপহরণ পূর্বক শিশু হত্যার অভিযোগে একটি অজ্ঞাত মামলা দায়ের করা হয়েছে । যার মামলা নাম্বার ৮ । মামলার ২২মাস অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করা হয়নি ।
আমাররা ধারনা করছি স্মৃতি রানী সহযোগিতায় ছেলে শান্তকে দীপক হাওলাদার, দিলীপ হাওলাদার, রাকিব, সুলাইমান, অলি, কালু, সহ অজ্ঞাতরা আমার ছেলে শান্তকে খুন করে সুকৌশলে ফসলি জমিতে ফেলে রেখে যায় । এদের জিজ্ঞাসাবাদ করা হলে সত্য ঘটনা বেরিয়ে আসবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তারা ।
আসাদুজ্জামান সোহাগ /এইচকেআর
