ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • কাঠালিয়ার ছেলে হত্যার বিচার চেয়ে পিতা-মাতার সংবাদ সম্মেলন 

    কাঠালিয়ার ছেলে হত্যার বিচার চেয়ে পিতা-মাতার সংবাদ সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার কাঠালিয়ায় ছেলে শান্তকে হত্যার অভিযোগ এনে  হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা -মা ।  ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে  রবিবার বেলা সাড়ে ১২ টায়  এই সংবাদ সম্মেলন করেন তারা । 

    সংবাদ সম্মেলনে শান্তর মা সাথী রানী হালদার, বাবা তপন হালদার  লিখিত বক্তব্যে বলেন, ২০১৯ সালের ২১ ফেব্রয়ারি   দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে  ছেলে শান্ত হালদার পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে  পার্শ্ববর্তী এলাকার স্মৃতি রানী, স্বামী রিপন এতবার বাড়িতে যায় । তারপর থেকে শান্তকে খুঁজে পাওয়া যায় না। 


    অনেক খোঁজাখুঁজির পরে,পরের দিন সকাল সারে ৬ টার দিকে   বাড়ির পশ্চিম পাশে  সৈয়দ বশির মীরার চাষের ফাঁকা জমির উপর থেকে  শান্ত হাওলাদারের মৃত্যু দেহ উদ্ধার করা হয় । সেসসময়  ছেলের মৃতদেহের ডান পাশে ও গলায় থেঁতলানো জখমের চিহ্ন দেখতে পাই । এ ঘটনায়  ঐ বছরের ২২ ফেব্রয়ারি  কাঠালিয়া থানায়  অপহরণ পূর্বক শিশু হত্যার অভিযোগে  একটি অজ্ঞাত মামলা দায়ের করা হয়েছে । যার  মামলা নাম্বার  ৮ ।  মামলার  ২২মাস অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করা হয়নি । 

    আমাররা  ধারনা করছি স্মৃতি রানী সহযোগিতায়  ছেলে শান্তকে দীপক হাওলাদার, দিলীপ হাওলাদার, রাকিব,  সুলাইমান,  অলি, কালু, সহ অজ্ঞাতরা  আমার ছেলে শান্তকে খুন  করে  সুকৌশলে  ফসলি জমিতে ফেলে রেখে যায় । এদের  জিজ্ঞাসাবাদ করা হলে  সত্য ঘটনা বেরিয়ে আসবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তারা । 

     


    আসাদুজ্জামান সোহাগ /এইচকেআর 

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ