মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মঠবাড়িয়া উপজেলায় বড়মাছুয়া বাজারের সাথে থানা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কালিরহাট থেকে ২০০ গজ পশ্চিমে সড়কটি আড়াআড়িভাবে ১০ ফুট দেবে যাওয়ায় দুর্ভোগের শিকার হয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সড়কটি খাল সংলগ্ন হওয়ায় খালের বিপরীত পার্শ্বে রাস্তা অতিক্রম করে পানি ওঠা নামা করায় প্রথমে খাদ তৈরি হয়। সড়কটি ব্যস্ততম হওয়ায় এবং গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করায় ওই স্থানটি হঠাৎ ধসে পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সড়কটির সাথে বড়মাছুয়া স্টিমারঘাট সংযুক্ত রয়েছে। বড়মাছুয়া হাই ইনস্টিটিউটসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ও শিক্ষকরা এ সড়কটি দিয়ে যাতায়ত করেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশ দিন রাত টহল দিয়ে থাকেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সড়কটি এখন মরণ ফাঁদে পরিণিত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসী ও যাত্রীদের।
এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, সড়কটির ধসে পড়া স্থানটি দ্রুত মেরামত করা না হলে স্টিমারযোগে বড়মাছুয়া ঘাটে নামা যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হবে। সড়কটি থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
সড়ক ও জনপথের জেলা প্রকৌশলী মাসুদ মাহমুদ সুজন জানান, সড়কটি চলাচলের উপযোগী করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমবি