বরিশালে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বরিশালে দুস্থদের আত্মনির্ভরশীল করতে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হোসেন চৌধুরী, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, প্রথম সকাল-এর সম্পাদক কাজী আল মামুন প্রমুখ।
সুন্দরবন নেভিগেশন গ্রুপ এবং ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।
এমবি