ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত গৌরনদীতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা, আহত ৫ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা 
  • বাউফলে সেতু নির্মাণে ধীরগতি, সীমাহীন দুর্ভোগে জনসাধারণ

    বাউফলে সেতু নির্মাণে ধীরগতি, সীমাহীন দুর্ভোগে জনসাধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পৌরশহরে গোলাবাড়ি-কালিশুরী সড়কের চন্দ্রপাড়া খালের ওপর আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে ধীরগতিতে। দেড় বছরেও সেতুটির কাজ শেষ না হওয়ায় জনসাধারণের দুর্ভোগ বেড়েছে। এ ছাড়া যানবাহন চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। 

    পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার গোলাবাড়ি-কালিশুরীর ১৫.৮৯ কিলোমিটার সড়কে ছোট বড় মিলিয়ে ছয়টি সেতুর জন্য মোট ৫২ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। মেসার্স মাহফুজ খান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান এর নির্মাণকাজ পায়। 

    এ সকল সেতুর নির্মাণকাজ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার কথা ছিল। এর মধ্যে চন্দ্রপাড়া খালের ওপর ২৫ মিটার দৈর্ঘ্য একটি সেতুর জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ আগের পুরোনো সেতুটিকে ভেঙে সেখানে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজ শুরু করেন। কিন্তু দীর্ঘ দেড় বছর পার হলেও সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। এ ছাড়া বাইপাস সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। 

    মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘এই সড়কে সেতু নির্মাণ ধীরগতিতে চলায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ছাড়া পূর্বের সেতুর পুরোনো মালামালগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।’

     এ ব্যাপারে মেসার্স মাহফুজ খান এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত উত্তম কুমার দাস বলেন, ‘সেতুর পাশের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে সমস্যার তৈরি হওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে। জমির সমস্যা সমাধান হলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।' 

    পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, সেতুটির গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন আর বেশি সময় লাগবে না। জমি নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করে কাজ শেষ করা হবে। এ ছাড়া পূর্বের সেতুর পুরোনো মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ