হিজলায় কোভিড-১৯ সংক্রমণ রোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় এডভোকেসি এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা তথ্য অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ।
এমবি