কাউখালীতে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২


পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার দুপুরে দুইশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেেছ থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই আবু সালেহ, এসআই মনির, এএসআই সোহেল, এএসআই মিজান এর নেতৃত্বে উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের মেইন গেটের সম্মুখ থেকে পার্শ্ববর্তী নেছারাবাদ থানার জগন্নাথকাঠী গ্রামের মতিউর রহমান এর পুত্র সুমন আহম্মদ (৪২) ও একই গ্রামের মুছ আকন এর পুত্র রাসেল আকন (২৫) কে দুইশত পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এমবি
