অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক

বানারীপাড়ার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশারকান্দি ইউনিয়ন সভাপতি মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।বুধবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
নেতৃবৃন্দ আরো জানান, অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে দেশবাসী একজন শিক্ষাবিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ আদর্শ সৈনিক কে হারাল।
উল্লেখ্য, নিজাম উদ্দিন ১৫ সেপ্টেম্বর বিকেল ৫ টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।তিনি মা, স্ত্রী, ১ ছেলে, দুই মেয়ে ও একভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
এমবি