ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক 

অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বানারীপাড়ার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশারকান্দি ইউনিয়ন সভাপতি  মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।বুধবার  (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।   
 
নেতৃবৃন্দ আরো জানান, অধ্যক্ষ  মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে দেশবাসী একজন শিক্ষাবিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ আদর্শ সৈনিক কে হারাল। 

উল্লেখ্য, নিজাম উদ্দিন ১৫ সেপ্টেম্বর বিকেল ৫ টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।তিনি মা, স্ত্রী,  ১ ছেলে, দুই মেয়ে ও একভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন