ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

বরগুনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের মানববন্ধন

বরগুনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরগুনা জেলা শাখার উদ্যোগে আজ ৪দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয় ।প্রকৌশলী নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে বেলা সাড়ে ১১টায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক গোলাম মোহম্মদ, মোঃ রুহুল আমিন, প্রকৌশলী, রেজাউল করিম,প্রকৌশলী, মহিউদ্দিন ও সদস্য সচিব সংগ্রাম পরিষদ মো. মাইনউদ্দিন আসাদ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় ৪ বছরের ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩বছর করার উদ্যোগ বন্ধ করতে হবে।এসময় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা এর জনস্বার্থ বিরোধী সংঙ্গা ধারা-উপধারাসহ সংশোধন করতে হবে,ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্হা করা সহ ৪দফা বাস্তবায়নের দাবী জানান বক্তারা।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন