বরগুনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের মানববন্ধন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরগুনা জেলা শাখার উদ্যোগে আজ ৪দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয় ।প্রকৌশলী নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে বেলা সাড়ে ১১টায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক গোলাম মোহম্মদ, মোঃ রুহুল আমিন, প্রকৌশলী, রেজাউল করিম,প্রকৌশলী, মহিউদ্দিন ও সদস্য সচিব সংগ্রাম পরিষদ মো. মাইনউদ্দিন আসাদ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় ৪ বছরের ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩বছর করার উদ্যোগ বন্ধ করতে হবে।এসময় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা এর জনস্বার্থ বিরোধী সংঙ্গা ধারা-উপধারাসহ সংশোধন করতে হবে,ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্হা করা সহ ৪দফা বাস্তবায়নের দাবী জানান বক্তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এমবি