ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

এহসান গ্রুপের বিরুদ্ধে আরও চার মামলা 

এহসান গ্রুপের বিরুদ্ধে আরও চার মামলা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় রিমান্ডে থাকা পিরোজপুরের এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মামলাগুলো করেন চার ভুক্তভোগী। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার মো. হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় দুই কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। একই দিন সদর উপজেলার শিকারপুর এলাকার মো. আব্দুল মালেক বাদী হয়ে দুই লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মো. মনির বাদী হয়ে তিন লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলা করেন। ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলা করেন একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন। 

এ নিয়ে রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হলো। প্রথম মামলাটি করেন পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম রায়েরকাঠী এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক হারুনার রশিদ। মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর সদর থানায় তিনি এই মামলা করেন। 

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগী মো. আবুল বাশার খানকে গ্রেফতার করে র‌্যাব। 

এর আগে ওই দিন বিকালে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রাগীব হাসান ও তার তিন ভাইকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। পরে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন এই আদেশ দেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন