ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৮.৯৫ শতাংশ

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৮.৯৫ শতাংশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার রাতের সর্বশেষ রিপোর্টে ৮.৯৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে।  

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪১ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।  

বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জন রোগীর। তাদের ১ জনের করোনা পজিটিভ এবং অপরজনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন। 

 এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার রাতের সর্বশেষ রিপোর্টে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৯৫ শতাংশ। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন