ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

পিরোজপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

পিরোজপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যুপিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভিমরুলের কামড়ে বকুল বালা মজুমদার (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। মৃত বকুল বালা উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের দাসের হাওলা এলাকার মৃত অনন্ত কুমার মজুমদারের স্ত্রী। 

নিহতের ছেলে স্বপন মজুমদার জানান, তাদের বাড়ির ভেতরের একটি বাদাম গাছে ভিমরুলের বাসা। মঙ্গলবার বিকেলে ভিমরুলের বাসা বাঁধা গাছের ডালটি ভেঙে নিচে পড়ে যান। এসময় মা ডাল সরাতে গেলে তাকে ভিমরুল হুল ফুটায়। এতে তিনি আহত হলে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার রাতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই রাতেই তিনি মারা যান বলে জানান স্বপন মজুমদার।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন