ঝালকাঠিতে দুরারোগ্য রোগে অক্রান্ত ৫২ জনকে আর্থিক সহয়তা প্রদান

ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইসিস ও জন্মগত হৃদ রোগীদের আর্থিক সহায়তার চেক ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংস্থার অনুকুলে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
চিকিৎসার জন্য ৫০হাজার টাকা করে ৫২জনকে ২৬ লক্ষ টাকার সহায়তার চেক এবং ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫ লক্ষ ১৭ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আমির হেসেন আমু ।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন ও অতিরিক্ত উপপরিচালক আব্দুর রশিদ খান বক্তব্য রাখেন। পরে রোগী ও সংগঠন প্রধানদের সাথে হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেন, অসহায় মানুষের জন্য বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জনগণের সাথে রয়েছেন। দুরারোগ্য রোগীদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজসেবা অধিদপ্তরের এই আর্থিক সহযোগীতা করোনা পরিস্থিতির কারণে বিলম্ব হলেও তিনি এই কর্মসূচি অব্যহত রেখেছেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলেও দ্বিতীয় ঢেউ আসতেছে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা সর্তক করে দিয়েছেন তাই এখন আমাদের সেই দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এইচেকআর