সাবেক সাংসদ অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী কাল

ভোলার চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী ১৭ সেপ্টেম্বর।হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৯২ সনের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
অধ্যক্ষ এমএম নজরুল ইসলাম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ এবং ১৯৯১ সনের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র, বন পরিবেশ ও জনবায়ু মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
দক্ষিণ ভোলার প্রাণপুরুষ,প্রাজ্ঞ রাজনীতিবিদ,শিক্ষাবিদ অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ,অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এবং স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এতিমখানা ও হাফেজী মাদ্রাসাসমূহে দুপুরের খাবার, সমজিদ সমূহে দোয়া মোনাজাত, টাউন হলে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এমবি