প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপনে বরিশালে আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামি ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মবার্ষিকী। দিনটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সদর রোডস্থ সোহেল চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় কাউন্সিলরবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক।
মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, মন্ত্রী, আহ্বায়ক পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি এবং বরিশাল জেলা আওয়ামী লীগ এর সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এবং বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামি ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের আহ্বান জানান।
এমবি