ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা কারাগারে ১২ তারিখের নির্বাচনই ঠিক করবে দেশ গণতন্ত্রের পথে যাবে, নাকি অন্য পথে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে: চরমোনাই পীর নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন
  • বিকেলে মাঠে নামছে সাকিবের দল

    বিকেলে মাঠে নামছে সাকিবের দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্দান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে রোববার (১৮ এপ্রিল) বিকেলে মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুই ম্যাচে রাত ৮টায় মাঠে নামলেও তৃতীয় ম্যাচের সময়ে এসেছে পরিবর্তন।

    আসরে এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের মধ্যে দুটোতেই জয় তুলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর কোহলির দলের পরবর্তী মিশন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

    এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলেএর ইতিহাসে শততম জয়ের দেখা পায় সাকিবরা। ১০ রানের ব্যবধানে জেতা ওই ম্যাচে বোলারদের পাশাপশি ব্যাটসম্যানরাও দলের জন্য রেখেছিলেন অবদান। তবে দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে সহজ জয়ের ম্যাচে হেরে বসে কলকাতা নাইট রাইডার্স।

    এদিকে আজকের ম্যাচের একাদশে কলকাতায় আসতে পারে কয়েকটি পরিবর্তন। কলকাতায় বেশ কয়েকটি গণমাধ্যম ইতোমধ্যেই আজকের ম্যাচের একাদশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে।

    সেখানে একাদশে নাও থাকতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত বল হাতে টুর্নামেন্টে ভালোই শুরু করছেন সাকিব। কিন্তু গত ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। যে কারলে তার জায়গায় বিকল্প হিসেবে ভাবা হচ্ছে সুনীল নারিনকে।

    কলকাতার প্রথম দুই ম্যাচে স্পিনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হরভজন সিং, সাকিব আল হাসান এবং বরুণ চক্রবর্তী। কলকাতার একাদশে বরুণ চক্রবর্তী থাকাটা একপ্রকার নিশ্চিত।

    কলকাতার প্রথম দুই ম্যাচে একাদশে থাকলেও বল হাতে তেমন একটি দেখা যায়নি হরভজন সিংকে। প্রথম ম্যাচে তিনি করেছিলেন মাত্র একটি ওভার। তাই তাকে বসিয়ে তার জায়গায় বাঁ-হাতি স্পিনার পবন নেগিকে খেলানো যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। প্রোটিয়া তারকা ডেল স্টেইন মনে করেন, সাকিবকে বসিয়ে লকি ফার্গুসনকে একাদশে নেবে কলকাতা। ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় দ্বিতীয় ম্যাচেকে কেন্দ্র করে এই তথ্য দিয়েছিলেন স্টেইন।

    কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, নীতেশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্ড্রে রাসেল, সাকিব আল হাসান / সুনীল নারিন, প্যাট কামিন্স, হরভজন সিং / পবন নেগি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ