তিতাস গ্যাসের প্রথম শ্রেণির ঠিকাদার মো. আলী খোকন আর নেই

ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও তিতাস গ্যাসের প্রথম শ্রেণির ঠিকাদার মো. আলী খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা সন্তান, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা লালবাগ মসিজদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মরহুম মো. আলী খোকনের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে, সদা হাস্যোজ্জ্বল, সদালাপি এবং পরোপকারী মো. আলী খোকনের মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকা লালবাগে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বন্ধু মহল ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা ছুটে আসেন মরহুমকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাতে। পাশাপাশি তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানা গেছে, মো. আলী খোকনের গ্রামের বাড়ি গৌরনদীর গৈলায়। ১৯৫৮ সালে ওই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঠিকাদারী ব্যবসার পাশাপাশি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন মো. আলী খোকন। এর বাইরেও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখেন।
এমবি