এসএম জাকির হোসেনের শোক প্রকাশ

ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও তিতাস গ্যাসের প্রথম শ্রেণির ঠিকাদার মো. আলী খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা লালবাগ মসিজদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মরহুম মো. আলী খোকনের
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক মতবাদ’র সম্পাদক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এস এম জাকির হোসেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
এমবি