ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

 আমতলীতে ধারের চাল ফেরত চাওয়ায় খুনের ঘটনায় আসামীদের স্বীকারোক্তি

 আমতলীতে ধারের চাল ফেরত চাওয়ায় খুনের ঘটনায় আসামীদের স্বীকারোক্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে ১০ কেজি চালের জন্য চাচাতো ভাইয়ের ছেলে সাগরের ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম মুন্সিকে হত্যার ঘটনায় আসামী আলানুর মুন্সী ও খালেদা বেগম শনিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

আসামী আলানুর  ও খালেদা  বেগম এ জবানবন্দি দেন। থানা পুলিশ আসামীদের স্বীকারোক্তি মতে হত্যার ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ১০ কেজি চালের জন্য চাচাতো ভাই আলানুর (৪৮)এর ছেলে  সাগরের  ছুরিকাঘাতে হত্যা করে নুরুল ইসলাম মুন্সীকে। ঘটনার পরই আলানুর , আলেয়া, খালেদা ও আসমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত নুরুল ইসলাম মুন্সির ছেলে আব্দুল আলিম মুন্সি বাদী হয়ে সাগর মুন্সিকে প্রধান আসামী করে সাত জনের নামে হত্যা মামলা দায়ের করেন। শনিবার গ্রেফতারকৃত আসামী আলমগীর মুন্সি ও খালেদা বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

জবানবন্দি শেষে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন  গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত চার আসামীকে আদালতে পাঠানো হয়েছে। আসামী আলমগীর মুন্সি ও খালেদা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন