ভাণ্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন
.jpg)
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ,সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি শনিবার(১৮সেপ্টেম্বর) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ কয়েকটি কাজের পৃথকভাবে উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন। এ সব নির্মাণ কাজ দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনঃনির্মাণ, পুনঃবাসন প্রকল্প, বিশ্ব ব্যাংক সহায়তা পুষ্ট এলজিইডি’র অধীনে ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প’ ও ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর’ ভুক্ত। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন।
এসব নির্মাণকাজ গুলো হচ্ছে বড় কানুয়া সরকারি বিদ্যালয়ে ‘বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,ভাণ্ডারিয়া জিসি, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড-আরএসডি স্টিলব্রিজ ভায়া ভাণ্ডারিয়া লঞ্চঘাট সড়কে ২৩ মিটার দৈর্ঘ্যরে আরসিগার্ডার ব্রিজ পুনঃনির্মাণ কাজের শুরু উদ্বোধন, ভান্ডারিয়া-কাউখালী সওজ সড়ক-কাপালিরহাট সড়কে ১৪ মিটার দৈর্ঘ্যে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন, ভা-ারিয়া-কাউখালী আরএসডি সড়ক কাপালিরহাট জিসি সড়কে ১৮ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডারব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন।
আরও যেসব প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় তাহলো বরিশাল আঞ্চলিক মহাসড়ক কাপালিরহাট জিসি ভায়া ১১নং সরকারি বিদ্যালয় সড়কে ১৭ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডারব্রিজ নির্মাণ কাজ, কাপালিরহাট জিসি-ভা-ারিয়া আরএসডি (সরদার বাড়ী ব্রিজ) ভায়া চিংগুরিয়া বাজার সড়কে ১২ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডারব্রিজ পুনঃনির্মাণ কাজ ও ভিটাবাড়িয়া ইউপি অফিস-কাপালিরহাট ভায়া তহশীল অফিস সড়কে ১৮ মিটার আরসিসি গার্ডারব্রিজ পুনঃনির্মাণ কাজ। এছাড়া যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তাহলো ৮নং ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ নির্মাণ ও ১৭নং নদমূলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ নির্মাণ। পাশাপশি নদমূলা ইউপি-নদমূলা মাদ্রাসা হাট ভায়া চিংগুরিয়া-কালোনী বাজার সড়কে ২৩ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডারব্রিজ নির্মাণ ও চিংগুরিয়া এনআইএইস মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করা হয়।
এসব কর্মসূচি পৃথকভাবে আনোয়ার হোসেন মঞ্জু এমপি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় আরও অংশগ্রহণকারীরা হলেন ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা প্রকৌশলী বদরুল আলম, উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রশীদ খসরু জোমাদ্দার,জেপি নেতা মো.ইউসুফ আলী আকন, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপি’র সভাপতি আব্দুল হালিম শরীফ, সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ দুলাল প্রমুখ।
এছাড়া শনিবার রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ধাওয়া ইউনিয়নে এলজিইডি’র ‘বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ প্রকল্পের আওতায় ৬৩নং ধাওয়া-রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন।
এমবি