ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

কাঁঠালিয়ায় অসুস্থ সন্তানের চিকিৎসার্থে মায়ের আকুতি

কাঁঠালিয়ায় অসুস্থ সন্তানের চিকিৎসার্থে মায়ের আকুতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চিকিৎসার অভাবে বিকলাঙ্গ হতে বসেছে শিশু তাওসিন।পিতৃহারা শিশুটিকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন মা ছালমা বেগম। অসুস্থ তাওসিনের চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করতে হয়েছে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকুও। বর্তমানে শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও অর্থের। যা স্বামীহারা ছালমার পক্ষে যোগান দেয়া একেবারেই অসম্ভব। এ অবস্থায় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।


জানা গেছে, ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর চেচরী গ্রামের বাসিন্দা ছালমা বেগমের স্বামী মোঃ মনির হোসেন হাওলাদার ২০১৭ সালে ৫ মাসের শিশু সন্তান তাওসিনকে রেখে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর এক বছর না যেতেই শিশু তাওসিন ডান হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে পড়ে।বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাওসিনের। ছেলের চিকিৎসার খরচ চালাতে মা ছালমা বেগম সর্বশান্ত হয়ে পড়েন। এক পর্যায়ে শেষ সম্বল স্বর্ণালঙ্কারটুকুও বিক্রি করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। তবে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেছেন। 


কিন্তু অর্থাভাবে তাওসিনের উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা মা ছালমা বেগমের পক্ষে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।


এ বিষয়ে ১ নং চেচরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হারুন অর রশিদ জমাদ্দার বলেন, শিশুটির জরুরি ভিত্তিতে চিকিৎসা  প্রয়োজন। আমি পরিষদ ও ব্যক্তিগতভাবে সহায়তা করবো। 


তবে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে সহায়তা প্রাপ্তির জন্য সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করলে দ্রুত সুফল মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আসাদুজ্জামান সোহাগ/ এমবি
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন