বরগুনায় দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধির উপর হামলা

বরগুনার তালতলীর জয়ালভাঙ্গা নামক স্থানে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের নিকটে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধ মল্লিক মো.জামালের উপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। খবর পেয়ে তালতলী থানা পুলিশের সহায়তায় হামলার শিকার জামালকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই তালতলী থানায় মামলা হয়েছে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দেশ সেবা পত্রিকার তালতলী প্রতিনিধি মল্লিক মো. জামাল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় চোরাই মালামাল বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে স্থানীয় ইমরানের দোকানের সামনে পাকা রাস্তায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার রড এবং অ্যাঙ্গেলসহ বিভিন্ন চোরাই মালামালের ছবি ও ভিডিও করার সময় সন্ত্রাসী বাহিনী বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।
পরে ওখান থেকে ফেরার পথে এ ঘটনার জের ধরে চোরাচালানের সাথে জড়িত স্থানীয় হুমায়ূন খন্দকারের নেতৃত্বে নাসির মুন্সিসহ অজ্ঞাত ৪-৫ জন মল্লিক মো. জামালের পথরোধ করে প্রথমে চর-থাপ্পড় ও পরে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এসময় মল্লিক জামাল ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ জামালকে উদ্ধার করে তালতলী পৌঁছে দেয়।
এ ঘটনায় মল্লিক জামাল রাতেই হুমায়ুন খন্দকার ও নাসির মুন্সিসহ আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে তালতলী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর -১০ । মল্লিক জামাল জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচার হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের অপরাধে আমার উপর সন্ত্রাসী হুমায়ুন সিকদার এবং নাসিরসহ ৪-৫ জন সন্ত্রাসী হামলা করে।
তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন।
আমতলী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু সাইদ খোকন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক মল্লিক জামাল এর উপরে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমবি