পায়রা সেতু উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : বিভাগীয় কমিশনার

পটুয়াখালীর পায়রা সেতুর উদ্বোধন পূর্ববর্তী প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের নিয়ে সেতুর কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, আজকে এই দিনটি ঐতিহাসিক দিন। এখানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। দক্ষিণাঞ্চলবাসীর জন্য বৃহত্তম সেতু উপহার দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বরিশাল বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আশাকরি আগামী মাসে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ের মধ্যে দীর্ঘদিনের আকাঙ্খিত পায়রা সেতুর উদ্বোধন করবেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল আরও বলেন, এই সেতু চালু হওয়ার মাধ্যমে যাতায়াত ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন, অর্থনৈতিকসহ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আগামী ২০৩০-২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে। সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, স্থানীয় সংসদ সদস্যদের প্রতিনিধি ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা।
এমবি