বরিশালে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার সর্বনিম্ন

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন মাত্র ২৯ জন। এসময়ে করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে ২৯ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০৫ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬ জনে।
নতুন আক্রান্তের মধ্যে ঝালকাঠিতে কেউ আক্রান্ত না হলেও বরিশাল জেলায় ৮, পটুয়াখালী জেলায় ১, পিরোজপুর জেলায় ১০, বরগুনা জেলায় ৫ ও ভোলায় ৫ জন রয়েছেন।
এমবি