কাঠালিয়ায় প্রসংসায় ভাসছে সামাজিক আন্দোলন সংগঠনটি

ঝালাকাঠির কাঠালিয়ায় সামাজিক আন্দোলন কাঠালিয়া নামের সংগঠনটি ২০২০ সনের মাঝামাঝি সময় প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মুল উদ্দেশ্য সমাজের অবহেলিত মানুষের কথা বলা, মাদক বিরোধি, ইভটিজিং প্রতিরোধ, ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক ও বাল্য বিবাহ প্রতিরোধ।
সামাজিক অন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ তুহিন সিকদার বলেন , ঢাকা কলেজ থেকে ২০১৬ সনে এম বি এ পাশ করেন তিনি । চাকুরির দিকে না হেটে জন্মস্থান কাঠালিয়ার
অবহেলিত মানুষের জন্য কিছু করার চিন্তায় সামাজিক আন্দোলন কাঠালিয়া নামের সংগঠনটি গড়ে তোলেন । তিনি বলেন ছাত্র অবস্থায় ভল্টিয়ার ফর বাংলাদেশ নামে সংগঠনের সাথে ৫ বছর কাজ করেছি।
সেখানে থাকা অবস্থায় এই উদ্যোগ গ্রহন করি। তাই এক বছরে আমারা, অবহেলিত রাস্তাঘাট, ছৈলারচর ভাসমান পযাটন কেন্দ্র নির্মান দাবি, বেড়িবাঁধ নির্মানের দাবি সহ মাননীয় প্রাধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান, মানব ন্ধন করি। করোনা কালিন সময় সরকারের সকল কর্মসুচি বাস্তবায়, মাদকমুক্ত কাঠালিয়া, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ করার জন্য আমারা কাজ করে যাচ্ছি। আমারা সামাজিক অন্দোলন এর মাধ্যমে একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করে এক বছরে ১৬ শ ব্যাগ ব্লাড ডোনেশন করতে পেরেছি। আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রার্থীর অংশ গ্রহনের মাধ্যমে ওপেন সংলাপ সফলতার সহিদ পরিচালনা করি। সংগঠেনের সরকারি কোন সহায়তা আসে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন করার জন্য আবেদন দেয়া হয়েছে।
সামাজিক আন্দোলন কাঠালিয়া নামের সংগঠনের কার্যকালাপ বিষয়ে জানতে চাওয়া হলে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার বলেন, সামাজিক আন্দোলন সংগঠনিটি আসলেই ভালো কাজ করে যাচ্ছেন।
এই বিষয় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলাদার বলেন, সামাজিক আন্দোলন কাঠালিয়া অবহেলিত বিয়ষ নিয়ে তারা কথা বলে, সরকারি সকল কাজে তারা পাশে থাকে, খেলাধুলা ও সাংস্কৃতিক সকল বিষয়র সাথে জড়িত আছে।
আসাদুজ্জামান সোহাগ /এইচকেআর