ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রীর জন্মদিন কেক কেটে উদযাপন করেন ঝালকাঠি পৌর মেয়র

 প্রধানমন্ত্রীর জন্মদিন কেক কেটে উদযাপন করেন ঝালকাঠি পৌর মেয়র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভায় বঙ্গবন্ধু কর্নারে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। পরে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

মেয়র  লিয়াকত আলী তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। এখন আর পেছনে ফিরে তাকাতে হয় না, দেশ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন পৌর মেয়র। 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন