কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান আহত

কাঠালিয়ায় ২৯ সেপ্টেম্বর দুপুরে আমুয়া- কাঠালিয়া মহাসড়কে দাসের বাড়ি ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ৩ নং আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাঠালিয়া পাইলট বালিকা স্কুল এ্যান্ড কলেজ এর সহকারী শিক্ষক মো: আখতার হোসেন নিজাম মীরবহর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, কাঠালিয়া থেকে তিনি আমুয়ার দিকে যাচ্ছিলেন। ব্রীজে উঠতেই বৃষ্টির কারণে স্লিপ কেটে মোটরসাইকেল পড়ে যায়। এতে তার বাম পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায় ও আঘাত লাগে। তিনি আমুয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
এমবি