ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর উত্তোলন

ইন্দুরকানীতে বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর উত্তোলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়ানের রেখাখালী সূতারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডিও জমি দখল করে ওই এলাকার চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল, দিনেশ, অশুতোষ, কমল ও শংকর শিয়ালীসহ ১০ থেকে ১২ জনের নেতৃত্বে বালু ভরাট করে বাঁশ খুঁটি দিয়ে ঘর উত্তোলন করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ গৌতম হালদার ও প্রধান শিক্ষক সম্পা বর্মণ এতে বাধা দিলে দখলকারীরা তাদেরকে প্রাণ নাশের  হুমকি দেয় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স¤পা বর্মণ জানান, এই জমি বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়  নামে রেকর্ড ও বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় কিছুলোক ওই জমি দখল করার জন্য বালু ভরাট দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করছে।আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।

ম্যানেজিং কমিটি সভাপতি ডাঃ গৌতম হালদার জানান, গত ২১ সেপ্টেম্বর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু আমাদের বিদ্যালয়ের সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর করেন। স্কুলের নামীয় জমিতেই স্থানীয় কিছু লোক ভবনের নির্মাণ কাজের বিরোধিতা করে ওই জায়গায় মন্দিরের জন্য ঘর নির্মাণ করেন।

বিদ্যালয়ের জমি দখলকারী প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল ও দিনেশ চন্দ্র বিশ্বাস জানান, জমিটি আমাদের ব্যক্তিগত কাজে নয়। সেখানে মন্দির স্থাপন করতে ঘর তৈরী করেছি।  

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন