আগৈলঝাড়ায় আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের হালদার বাড়িতে ৩ দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত হয়।
করোনা মহামারি থেকে মুক্তি পেতে দেশ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনার মধ্যে দিয়ে এই ধর্মীয় সভা স্যামুয়েল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাডভেন্টিস্ট ইউনিয়ন মিশনের সভাপতি উত্তর কোরিয়ার নাগরিক পাঃ ওয়ান সান কিম।
এসময় সভায় প্রার্থনায় অংশগ্রহণ করেন পাঃ ওয়ান সান কিম এর স্ত্রী মিসেস ওয়ান সান, সাধারণ সম্পাদক তীমথি রায়, সুইটি রিসিল, লিটন এস হালদার, সনাতন মন্ডল, সুবাস হালদার, প্রদীপ হালদার, ডোনাল্ট হালদার প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা মহামারি করোনা থেকে মুক্তি পেতে দেশ ও বিশ্ব শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
এমবি