ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আলমের পিতার ইন্তেকাল

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আলমের পিতার ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার গৌরনদী প্রতিনিধি এম. আলম এর বাবা ক্বারী মোহাম্মদ আলী (১০৬) বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ২০১৭ সালে রাজধানী ঢাকার পুরানা পল্টন জামে মসজিদের মুয়াজ্জিন পদ থেকে অবসর গ্রহণ করেন।

টানা ৫৫বছর তিনি ওই মসজিদের খেজমত করে জীবন কাটিয়েছেন। শুক্রবার সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলার বামড়াইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন